কবিতা : কবিতার সিঁড়ি 🖊নীহার কান্তি মন্ডল

কবিতা : কবিতার সিঁড়ি
🖊নীহার কান্তি মন্ডল
আমি ভালোবাসি রোমাকে
আর রোমা ভালোবাসে কবিতা।
কতবার আমি নিভৃতে চেয়েছি রোমাকে
বসতে চেয়েছি ভিক্টোরিয়ার নির্জন কোণে
অন্তত একবার —
স্পর্শ করতে চেয়েছি কোমল চিবুক তার
ততবারই সে আমাকে নিয়ে গেছে —
কখনো কলেজ স্ট্রিটে কবিতার বইয়ের দোকানে
বা কোনো বইমেলায় কিংবা পাঠাগারে
কখনো রবিঠাকুর, বিষ্ণু দে, জীবনানন্দ
কখনো একালের কবি জয় গোস্বামী কিংবা
শ্রীজাত, আর্য তীর্থ, আরও কতো নাম
কিংবা কোনো এক অখ্যাত গাঁয়ের
অজ্ঞাত সাঁওতাল কবির প্রথম প্রকাশিত
কবিতার বইয়ের সন্ধানে।
এই তো সেদিন —-
রোমার প্রিয় কবি তার নীরেন কাকা যেদিন
জীবনের শেষ খেয়া পাড়ি দিলেন —
তিন দিন রোমা নেট ফোন বন্ধ রেখেছে
টিভির রিমোট সরিয়ে রেখেছে
ঘরের রিমোট কর্নারে
শেষ দেখা দেখতেও যেতে পারে নি.…
দু’চোখ বেয়ে ঝরেছে স্বচ্ছ মুক্তো বিন্দু।
কবিতাকে ভালোবাসে রোমা
কবিতাই রোমার প্রথম প্রেম
হয়তো বা কবিতার সিঁড়ি বেয়ে
কবিকেও ভালোবাসে সে।
বলতে চেয়েছি আমি কতদিন —
” রো মা — আমি তোমাকে ভালোবাসি”
চকিত চপল দৃষ্টি হেনে বলেছে সে —
‘যা কিছু বলার আছে — বলো তুমি কবিতায়’
ম্লান হেসে বললাম —
‘আমি তো কবিতা লিখতে জানি না
বুঝি না কবিতার ভাষা।’
তাৎক্ষণিক ছন্দে জবাব দিল রোমা–
‘তবে তো তোমার মনে প্রেম নেই
নেই কোনো ভালোবাসা।’
তবু আজও আমি ——
রোমাকেই ভালোবাসি
আর রোমা কবিতাকে।
ত্রিকোণ প্রেমের এই অমীমাংসিত জটিল ত্রিভুজে ,
বন্দী আমরা…
আমি, রোমা আর রোমার কবিতা।
অবশেষে আজ — রোমাকে হারিয়ে আমি
রোমার ‘ভালোবাসা’কে ভালোবাসতে শিখেছি।
আমার অপত্য পাক রোমার পরশ;
সম্পর্কের সিঁড়ি বেয়ে তার কিছু রেশ…
পাবো আমিও নব-অনুরণনে।