কানামাছি ভোঁ ভোঁ ✒️✒️ রত্না রায়
কানামাছি ভোঁ ভোঁ
রত্না রায়
একটা পেরেক, একটা হ্যামার।
ছিঁড়ে যায় পাশবালিশ ওয়াড়
শশ্মানকালির নিত্য বাওয়াল।
খসে পড়ে চুনসুরকি দেওয়াল
একটা শিকার একটা হাঙর
ঝরে পড়ে ডাস্টবিনের খবর
উড়নতুবড়ির দাহ্য খেয়াল
চষে যায় আঙুরক্ষেতে শেয়াল।।
একটা মুখোশ একটা মানুষ
উড়ে যায় আলকাতরা ফানুস
ব্যাঙেরছাতায় মিথ্যে ভাওয়াল।
ধসে পড়ে জপমালায় সওয়াল।
একটা আলোর একটা ঝালর
সরে পড়ে গিরগিটির চাদর
তাজমহলের সত্যি চোয়াল
টেঁসে যায় যত রাঘববোয়াল।।
।।।।।।।।।।