সম্প্রীতি ✒️✒️ সুনৃতা রায় চৌধুরী
সম্প্রীতি
সুনৃতা রায় চৌধুরী
জীবন তোমার বহমান এক নদী,
আপন আবেগে বয়ে চলো তিরতির,
চারধারে নিয়ে বাঁধানো এ ঘাটখানা
বন্দী জীবনে আমি অবিচল স্থির।
প্রবাহের গতি তোমাকে চেনায় দেশ,
ছুঁয়ে ছুঁয়ে যাও কত বন-প্রান্তর,
নিশ্চুপ আমি, দিন রাত কেটে যায়
আকাশের পানে তাকিয়ে নিরন্তর।
তোমার প্রবাহে যারা ফেলে যায় ছায়া
ভেঙে ভেঙে দূরে বয়ে নিয়ে যাও তারে,
আমার এ মনে ছায়া যদি পড়ে এসে,
নিক্ষেপ করি অতল অন্ধকারে।
এখানে আসেনা পাল তোলা কোনো নাও,
মাঝিও আসেনা ভাটিয়ালি গান গেয়ে,
সন্ধের পরে রাত কেটে হয় ভোর
ঝিল্লির রব শুনি শুধু একঘেয়ে।
বর্ষায় যদি শ্রাবণের ঢল নামে,
বয়ে চল তুমি খরপ্রবাহিনী হয়ে,
কখনও ভাসাও ক্ষেত বাড়িঘর যত,
আকুল আবেগে দুকূল ছাপিয়ে গিয়ে।
এখানেও ঝরে যখন বৃষ্টিরাশি,
থইথই করি কানায় কানায় ভরে,
ছলছল করে দিবানিশি বুকে বাজে,
এ ভার আমার নামাই কেমন করে?
তোমার দু’চোখে ভাসে সাগরের স্বপ্ন,
ধেয়ে চল তাই মহামিলনের আশে,
শ্যাওলা ঝাঁঝিতে আমার আগার পূর্ণ,
ক্রমে বেঁধে ফেলি নিজেকে নিজের পাশে।
আকাশের বুকে মেলে স্থিতি আর গতি,
মেঘে মেঘে ঘটে আমাদের সম্প্রীতি।
কলমে-সুনৃতা রায় চৌধুরী ©