আর কথা হবে না… ✒️✒️দুলাল কাটারী
আর কথা হবে না…
দুলাল কাটারী
হেঁয়ালিপূর্ণ বিকেলে
ভালোবাসার আঁচলের ছায়ায় বসে
হিসেব বহির্ভূত আবেগের অকাল গুঁতো খেয়ে
হিমেল বাতাসের গা বেয়ে
যদি
কখনো তুমি বয়ে আনতে চেষ্টা করো পুরোনো স্মৃতিমধুর সময়
যদি
তুমি সারিয়ে তুলতে চাও যত ক্ষত
নিমেষে ঘুচিয়ে দিতে চাও বিরহ দহন যত
তবে
সেদিনও অবশ্যই স্মরণে আসবে
সেই শরতের সাতসকাল…
তখনও নিজেকে নিজের মতো গুছিয়ে নেয় নি রাতজাগা পাখির দল
তখনও উদিত সূর্যের আভা প্রতিটি সংসারের কোণে কোণে আশার আলো ছড়িয়ে ভরিয়ে দেয়নি
অথচ
তুমি অকালপক্ব আর্ট ফিল্ম নায়িকার মতো অনায়াসে’ই বলে উঠে ছিলে
‘আমাদের দুজনের মধ্যে আর কোনো কথা হবে না…’
এবং
মুহূর্তে আমার বুকের বাঁদিকে বাজ পড়ে পুড়িয়ে দিয়ে ছিলো চার প্রকোষ্ঠের হৃৎপিণ্ডটাকে
আর
আকাশটা জমকালো কালো রঙে ঢেকে গিয়েছিলো
এবং
মুহুর্মুহু বিদ্যুৎ ক্ষরণ হচ্ছিলো শিরা-উপশিরা আর স্নায়ু জুড়ে
আজও জানতে পারিনি
কী পরিকল্পনা ছিলো কত-শত যুগ আগে থেকে…
আজও জানতে পারিনি
তখন কোনো জয়-ঝংকার বেজে ছিলো কি-না পরিকল্পনাকারীর বুকে…