#পুনর্জন্ম কলমে : গীতালি ১০. প্রস্তুতি preparation :

#পুনর্জন্ম
কলমে : গীতালি
১০. প্রস্তুতি preparation :

আত্মা নিজের পরবর্তী জীবনপথ নির্বাচন করার পর সেইসকল আত্মার সঙ্গে মিলিত হয়, যারা তার পরের জীবনের পথ নির্ণয় করে দেবে।
এদের সাহচর্যে এবং সাহায্যে সেই আত্মা পরিকল্পনা করতে পারবে, সমন্বয়ের পথ বেছে নিতে পারবে— যা তাকে সারাজীবন ধরে চলার পথকে নির্দেশ করতে পারবে। সে এই চুক্তিতে আবদ্ধ হবে যে তার পূর্ব নির্ধারিত পাঠ, যা তার পথিকৃৎরা নির্ধারণ করে দিয়েছেন, সেগুলি সে নিশ্চয়ই সম্পন্ন করবে।
উচ্চস্তরের পথপ্রদর্শকরা তাকে নানান পরিকল্পনায় সাহায্য করবে, যেগুলি সে দেখতে পাবে বা শুনতে পাবে, এবং নানা সময়ে কোনো বিশেষ চিন্তা দ্বারা সে প্রভাবিত হবে।

কখনও তোমরা এমন কোনো ব‍্যক্তির সঙ্গে মিশেছ, যাকে প্রথমবার দেখেই মনে হয়েছে — এই ব‍্যক্তি তোমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ?? যার সাথে তোমার মানসিক যোগসাধন খুব সহজেই হবে এবং যার সঙ্গে তুমি সহজেই মিশতে পারবে, এমন কী মনে হয়?
তুমি কখনও তার চোখের রঙ দেখে আগ্রহী হয়ে উঠবে, অথবা তার শারীরিক গঠন কখনও কখনও তোমার খুব আপন মনে হবে…. তখনই মনে হবে যে এই ব‍্যক্তি তোমার জন‍্য সঠিক।

এইরকম করেই আত্মা তার পুনর্দেহধারণের আগে এমন সব প্রস্তুতি গ্রহণ করে এবং সেই সময়ে একে অপরকে চিনে নিতে পারে।…………..( চলবে )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *