পৌষের রোদের মত হাসিটা ©ডরোথী দাশ বিশ্বাস

পৌষের রোদের মত হাসিটা

©ডরোথী দাশ বিশ্বাস

মুখ ফুটে কিছু কথা কোনদিন বলা যায় না—
বলতে নেই।
দল বেঁধে একসাথে যেতে যেতেও বলা হয়ে ওঠেনা–
সতর্কতা, সচেতনতা, দ্বিধা, দৃঢ়চেতা মনোভাব—
এর জন্য কে দায়ী???

তারও আগে ঘটে যাওয়া অন্য কিছু—
যখন অন্যের মিথ্যাচারিতা বিধ্বস্ত করে মন—
শাল জারুলে খেলে যাওয়া বাতাস পারে না শান্ত করতে।
লোভ ঈর্ষার আগুনের আঁচ এসে লাগে—
দু’চোখে বৃষ্টি এসেও নিভাতে পারে না তা।

কথা বলার ইচ্ছেটাও
ক্রিপটোমেরিয়ার শাখায় বরফকুচির পতনের মত
সহজেই ঝরে যায়—

অথচ পৌষের রোদের মত
হাসিটা অধরে ধরে রাখা
অভ্যাস করতেই হয়।

✍©ডরোথী দাশ বিশ্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *