দিনান্তে আজো ওরা অভিমানী****(পর্ব-২৬)(অবহেলিত প্রেম)# নর্মদা চৌধুরী
********দিনান্তে আজো ওরা অভিমানী********
************(পর্ব-২৬)***************
########(অবহেলিত প্রেম)##########
@@@@ নর্মদা চৌধুরী @@@@
অন্ধকার গলিপথে কারা যেন খুঁজে বেড়ায়………
একযুগ আগের হারিয়ে যাওয়া সম্মান,
খুঁজে বেড়ায় আপন সত্ত্বা যা কেউ অনায়াসে বিক্রি করেছে অত্যাধুনিক সভ্যতার বাজারে।
বিশ্বাস শব্দটি তাই তাদের কাছে লুপ্ত;
প্রতাড়না তার প্রকট দৃষ্টিতে তাকে ঘিরে রেখেছে।
আজকাল আর রাতে ঘুম আসে না অন্বেষার,
এত আরামের বিছানাতো সে চাইনি কখনো!
বস্তির অন্ধকারে সেদিনও সারা আকাশ ঢেকেছিল অজস্র নক্ষত্রে!
বিষ্ময়ে হতবাক অন্বেষা মাথা রেখেছিল অবিনাশের বুকে,
প্রেমের প্রথম পরশ বোধহয় সেটাই ছিল!
সদ্য যৌবনে পদার্পণ করা অন্বেষার।
যদিও তার ঠিক দুবছর পরেই …………
একদিন সময় সুযোগ বুঝে অন্বেষাকে বিক্রি করে দেয় অবিনাশ!
বিষ্ময়ে হতবাক অন্বেষা আত্মসমর্পণ করে বিকৃত মানসিকতার কাছে;
একটা বিকৃত সমাজ অনায়াসে বাস করছে আর একটা সমাজের পাশে।
সহাবস্থানে রোজ বিক্রি হচ্ছে অসহায়ত্ব,
কত অশ্রু এভাবেই অন্তরালে নদী হয়ে উঠেছে কজনই বা তার হিসেব রাখে!
বেহিসেবী অত্যাচার আর ছিন্নভিন্ন নারীদেহ হয়ে উঠেছে উৎসুক খবর;
তবুও অবুঝ হৃদয় প্রলুব্ধ হবে হাজার হাজার অবিনাশের চোখে।
শিকল ভাঙার গুঞ্জনে মুগ্ধ চোখে চেয়ে দেখবে কবি!
একবার আকাশের দিকে আর একবার মানুষের দিকে।