ঠিকানা ✒️✒️ মৌসুমী মিত্র
ঠিকানা
মৌসুমী মিত্র
নিজের মাঝেই নিজেকে হারাতে আমার এখন ছুটি প্রয়োজন।
একটা ঠিকানা বড় দরকার!
যেখানে নিশ্চিন্ত মনে পাড়ি দিতে পারি প্রতিটা নির্ঘুম রাত,
একটা ঠিকানা চাই
যেখানে মনের সমস্ত আবেগ অভিমানগুলো লিখে পাঠাতে পারি নির্ভয়ে।
যেখানে দিনের শেষে ক্লান্ত মনে ফিরে নির্ভাবনায় কড়া নাড়তে পারি দরজায় ।
আমার প্রয়োজন এক নিঃশর্ত মুক্তির—–
ক্রমাগত হেঁটে যাওয়া একটা ঠিকানার খোঁজে,
দীর্ঘশ্বাসের সীমানা ছাড়িয়ে——
একটা ঠিকানার বিশেষ প্রয়োজন ।
যেখানে ক্লান্ত মন অবশ নিথর দেহের হবে আড়ম্বরহীন বরণ উৎসব।
একটা ঠিকানা চাই, একটা স্থায়ী ঠিকানা।।