স্ট্রেচার ©Sonali Mandal Aich
স্ট্রেচার
©Sonali Mandal Aich
বাতাসে ঘন নিকোটিন
পেয়ালায় তলানি রাত
নাইটক্লাব হাই তোলে
এরপর মদ্যপ গাড়িটা
টলতে টলতে যায়
সাক্ষী থাকে ফ্লাইওভার
ওদের প্রকৃতি জুড়ে
বট অশ্বত্থ হিজলের
ভিড়ে পাখির নীড়
রিপড জিন্স যুবক
ভালোবেসে জীবনানন্দ আওড়ায়
স্প্যাগেটি টপ-এ বনলতা-কান
বাইপাসে বেয়াদব হল চাকারা
দুরন্ত বেহেড স্টিয়ারিং
ভেঙে একেবারে চুরমার
আবার আসিব ফিরে
লিখে আসেনি ওরা
প্রিয়জনের অপেক্ষা রৌরব…
©Sonali Mandal Aich