সময়ের অভাবে ✒️✒️ //সুখদেব//
![](https://www.dinajpurdaily.com/wp-content/uploads/2022/03/প্রেম-নিবেদনের-সেরা-বাণী-660x330.jpg)
সময়ের অভাবে
//সুখদেব//
দিনের মাঝে হাজার কাজে
ব্যস্ততার শেষ নাই ,
রাত্রি নিঝুম নেই চোখে ঘুম
তোমায় কখন পাই !
সুযোগ পেলে হৃদয় খুলে
তোমার কথা ভাবি ,
তুমি এসে ভালোবেসে
খুলবে মনের চাবি ।
তোমায় নিয়ে বসবো গিয়ে
ছাতিম গাছের নীচে ,
সারা বেলা প্রেমের খেলা
রাঙাবো গাল কিস-এ ।
মনের সুখে তোমার বুকে
রাখবো প্রিয় মাথা ,
হঠাৎ ঘুমে নয়ন চুমে
সমাপ্ত প্রেমগাথা ।
স্বপ্নে আবার কাছে পাবার
সুযোগ যখন আসে ,
খুঁজি তোমায় চন্দ্রোপমায়
রঙিন প্রেমের দেশে ।
রাত্রি শেষে পূব আকাশে
সূর্য মামার হাসি ,
এক লহমায় ঘুম ভেঙ্গে যায়
কখন ভালোবাসি ??
————————————