#পুনর্জন্ম কলমে : গীতালি ৯. জীবন নির্বাচন Life selection :
#পুনর্জন্ম
কলমে : গীতালি
৯. জীবন নির্বাচন Life selection :
যখনই আত্মা তার পূর্ব জীবনের পর্যালোচনা শেষ করবে, তার আত্মীয় পরিজনদের সঙ্গে সময় কাটাবে, তখনই সে বা তারা ভবিষ্যতের কাজের ধারা নির্বাচন করতে পারবে এবং পুনর্দেহধারণের জন্য তৈরি হয়ে উঠবে। আত্মা তখন এক বিশাল আলোকবৃত্তের মধ্যে প্রবেশ করবে, সেখানেই সে তার পরের জীবনের পথ নির্বাচন করবে।
অধিকাংশ ‘বিষয়ে’র (subject) স্মৃতি যেন এক বিশাল চলচ্চিত্র।
আত্মা তার/তাদের সামনে বহুবিধ পথকে প্রত্যক্ষ করে, এবং স্থির করে নেয় তাদের পছন্দসই পথ, যা তার/তাদের পক্ষে সঠিক হবে।
তার/তাদের মধ্যে একধরনের শক্তি বিরাজ করবে, যেখানে তারা তাদের ভাবী জীবনের সংকটময় অধ্যায়গুলির সংকেত পাবে।
কোনো কোনো আত্মা বৃহত্তর কাঠিন্যকে তার অভিজ্ঞতায় আনার জন্য চেষ্টা করবে। সাধারণত দেখা যাচ্ছে, শৈশব কালের পথ নির্বাচনই সর্বাপেক্ষা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আধ্যাত্মিকভাবে তথা মননশীল ভাবে তারা যেখানে পূর্ব জীবন ছেড়ে গিয়েছিল, সেইসব তুলে নিতে চায়।
যখন শিশু জন্মায়, তখন কিন্তু কোনো শূন্য পৃষ্ঠা নিয়ে সে পৃথিবীতে আসে না। যা কিছু প্রচেষ্টা এতদিন ছিল, তাকেই আরো ভালো করে বহন করে সে। যে কোনো শিক্ষার ধারা ( সঙ্গীত, আঁকা, ক্রীড়া ইত্যাদি ) এর মধ্যে ধারণ করা থাকে, আত্মা এগুলিকে সঙ্গে নিয়ে পৃথিবীতে নতুন দেহ ধারণ করে। পরবর্তী সময়ে সে হয় তো এইসব ক্ষেত্রেই নাম করে।
কোনো প্রচেষ্টাই পুরোপুরি নষ্ট হয় না। এইভাবেই বিস্ময়কর শিশুস্বভাব বিশ্লেষণ করা যায়। আত্মাই সকল সংবাদ বহন করে পার্থিব শরীরে তাকে প্রবিষ্ট করায়।……………………….( চলবে )