#কবিতা : #স্বপ্ন #নীহার_কান্তি_মন্ডল

#কবিতা : #স্বপ্ন
#নীহার_কান্তি_মন্ডল

ছোটবেলায় আমি খুব স্বপ্ন দেখতাম।
কখনো জেগে বসে
কখনো ঘুমের ঘোরে।
বরং বলা যায় তখন স্বপ্নেই বাস করতাম।
যাপিতজীবন আর স্বপ্নের মাঝে
ব‍্যবধানও ছিল কম।
স্বপ্নেও খেলা, সাঁতারকাটা,
চান করা, খাওয়া, ঘুমও —
এমনকি ঘুমের মধ্যেই বাথরুমও।

স্বপ্নের মধ‍্যে পাখির মতোই ডানা মেলে
ভেসে ভেসে বেড়াতাম
যেখানে খুশি চলে যেতাম
আর নীচে দেখতে পেতাম আদিগন্ত সবুজ মাঠ, বনানী, নদী নালা খাল বিল
কখনও কখনও মেঘেদের সাথে লুকোচুরি খেলা
এভাবেই কেটে যেত রাত
এবং সকাল, দুপুর, বিকেল — সারা বেলা।
কখনো মনে মনে এক লাফে
উঁচু গাছের মগডালে উড়ে যেতাম।
গাছ থেকে ফল পেড়ে অবলীলায় নামতাম
স্বপ্নে দেখা কিছু কিছু খন্ডচিত্র
এখনো মনের ক‍্যানভাসে অমলিন
আমি জানি না বাস্তবে কোথাও তার
কোনো অস্তিত্ব ছিল কি ছিল না কোনো দিন।

এখনকার সিরিয়ালগুলোর মতোই
ধারাবাহিক স্বপ্নও দেখেছি কম নয়
স্বপ্ন দেখতে দেখতে প্রবল উত্তেজনা কিংবা
ভয়ঙ্কর আশঙ্কায় কখনো কখনো ঘুম ভেঙ্গে যেত
কিছুটা ধাতস্থ হয়ে আবার ঘুমিয়ে পড়তাম
সহজেই স্বপ্নের পরবর্তী পর্বে নিমজ্জিত হতাম।

প্রতিবেশি সমবয়সী বন্ধুদের সাথে
রাতে দেখা স্বপ্নগুলো শেয়ার করতাম।
এমনও হয়েছে — একটা স্বপ্নের মধ্যেও আরেকটা স্বপ্ন ঢুকে পড়তো বার বার
স্বপ্নের মধ্যেই প্রিয়বন্ধুকে স্বপ্ন বলেছি বহুবার।
– – – – – – – – – – – – – – – – – –
শৈশবের সেইসব স্বপ্নগুলো
না জানি কখন কবে ছেড়ে গেছে চলে
শৈশবের সাথীরাও সাথে নেই আজ।
স্বপ্নকে সরিয়ে দিয়ে জবরদখলে
আজ যেন শুধুমাত্র দুঃস্বপ্নের রাজ।
বেকারত্ব মূল্যবৃদ্ধি অনশনে ধুকছে সমাজ।

সম্পর্কের মাঝে আজ বয়ে যায় সন্দেহের সুনামি
নোনাজলে অনাবাদী হয় যত দোফসলি জমি।
দায়িত্বের ফলশ্রুতি অশান্তির হলাহলে
ছয় খন্ডে দেহ ভাসে জলে
প্রেম ভালোবাসার প্রতিশ্রুতি
পয়ত্রিশ খন্ড হয়ে
নির্বাসিত হয় জঙ্গলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *