শান্তির অন্বেষণে ✒️✒️ অতসী চক্রবর্তী ঠাকুর

শান্তির অন্বেষণে

অতসী চক্রবর্তী ঠাকুর

ভোরের আকাশে পর্দার কোলে যে মেঘ জমে থাকে
স্নান সেরে কপালে সংগ্রামের দৃঢ তিলক এঁকে সূর্য প্রণাম করলেই কেটে যায় অন্ধকার

স্বাধীন ৭৫ এ এসে দাঁড়িয়ে আমাদের মুখের হাসি
বুকের বল আর মনের তেজ… আটকে দেয় অনেক আঘাত

উঁচু পাহাড়ের ওপর জ্বলন্ত শিখা আপাতত বিশ্রামে
গত রাতের বিদায় নেওয়া চাঁদ ও সঙ্গীহীন তারারাও এখন বিশ্রামে

আমরা এখন আর জেগে ঘুমাই না
শীত ঘুম আজ আর আমাদের কাবু করে না
আজ আমরাও গর্জে উঠতে জানি

প্রতিবাদকে আমরা ভীষণ ভাবে মানি
২০২২ সাল
মানুষের হাতেই মানুষ নাজেহাল

আয়নার সামনে যখন নিজেকে রাখি
না সে প্রতিদিনের হেরে যাবার কথা বলে না
বরং সাহস এনে দেয়

যে হিংসা যে ঘৃণা তোমায় আঘাত করে
প্রতিজ্ঞা করে সেই হিংসাকে আগে ক্ষতম কর
নিজেকে ঠিক নিজের মত করে গড়ে তোল

ধর্ম বর্ণ কর্ম আমাদের ভিন্ন হলেও
আমাদের আদর্শ এক
মহত্বের স্পর্শ ঢেকে দেয় সব অন্ধকার

শুভ হোক
শান্তি ফিরে আসুক
জয় হিন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *