#পুনর্জন্ম ✒️✒️কলমে : গীতালি ৮. পুনর্মিলন reunion
#পুনর্জন্ম
কলমে : গীতালি
৮. পুনর্মিলন reunion
আত্মা যখন তার আলোর ঝর্ণার স্নান সমাপ্ত করে এবং পূর্ব জীবনের পর্যালোচনা শেষ করে, তখন তাদের নিয়ে আসা হয় সঠিক গন্তব্যে, যেখানে তাদের পূর্ব জীবনের আত্মীয় পরিজনরা রয়েছেন। তাদের সেই আত্মার আত্মীয়রা এই সময়ে রয়েছেন সমান স্তরে— বিবর্তনের মধ্য দিয়ে যেখানে এসে পৌঁছেছেন। তাদের সাথেই এই নতুন আত্মারা, যারা সদ্য পার্থিব দেহ ছেড়ে এসেছে, নিজেদের পার্থিব জীবনের কথা ভাগ করে নেবেন। যেই মাত্র এই প্রক্রিয়া শুরু হবে, সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে আপন অভিজ্ঞতার তুলনা করবেন এবং পরস্পরের শিক্ষা গ্রহণ করবেন। আত্মার আত্মীয়দের সঙ্গে নানা ভূমিকায় তারা অভিনয় করে দেখবেন — কখনও স্বামী স্ত্রী, কখনও ভাই বোন, কখনও অভিভাবক রূপে। এবার আত্মা তাদের পুনর্যাত্রার জন্য তৈরি হয়ে যায়। তারা তাদের পছন্দমত জীবন বেছে নিয়ে পার্থিব জীবনের পথে এগোয়।………(চলবে)