♦কবিতা –অপেক্ষমাণ ♦কলমে–ছবি সিনহা বসু✍
♦কবিতা –অপেক্ষমাণ
♦কলমে–ছবি সিনহা বসু✍
তোমার ফিরে আসার অপেক্ষায় যদিও কেটে গেছে অযুত বছর।
তবুও দিকভ্রষ্ট পথিকের মতো আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করা ইচ্ছেরা আজও ডানা মেলে কৃষ্ণচূড়ার ডালে!
বনহরিণীর চকিত চপল চাউনি উদাসী বিকেলে খুঁজে ফেরে তার সঙ্গী কে মিলন পিপাসায় !
কাছে আসার অমোঘ টানে সমাজ সংসার ভুলে রাধার মতো উপেক্ষিত হয়ে ইতিহাসে ঠাঁই করে নেয় চিরকালীন প্রেমের প্রতীক হিসেবে।
প্রতীক্ষমাণ ক্ষণের সাথে বিলীন হতে হতে হতে একদিন আমি ও তোমার স্মৃতি থেকে বিলুপ্ত হব !
তোমার জন্য অপেক্ষমাণ প্রতিটি প্রহর ভালবাসার আবেশ মেখে অমলিন থাকবে আজীবন !
ফিরবে যেদিন এক আঁজলা চোখের জল দেব, দেব এক ডালা বিরহের উত্তাপ। ছুঁয়ে দেখো একবার ! তাকিয়ে দেখো একটিবার ঐ আকাশ এই বাতাস সবুজ বনানীর মাঝে আমায় পাবে। আমি ছিলাম- আছি- থাকব।
থাকব তোমার আদিগন্ত জুড়ে।