#খবর বিজ্ঞাপনের দাস* শান্তালতা বিশই সাহা
#খবর বিজ্ঞাপনের দাস*
শান্তালতা বিশই সাহা
আজকাল অবক্ষয়ের খবর রমরমিয়ে চলে।
কোনটা কড়া পাকের কোনটা হালকা পাকের
সে গুরুত্ব? নৈব নৈব চ।
উত্তোরণের খবর? লজ্জায় মুখ ঢাকে।
টেলিভিশনের পর্দায় পণ্ডিতদের তর্কযুদ্ধ চলছেই,
ঠিক যেন ত্রুটিযুক্ত রেকর্ডপ্লেয়ার।
আজকাল খবর হয়ে যায় বিজ্ঞাপনের দাস,
সভ্যতার বড়ই অভাব।
দেখ তো, দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মানুষটি
উন্নয়নের কোন খবর এনেছে কিনা।