যদি ভালোবাসো (পর্ব-২৪)*(অবহেলিত প্রেম)** নর্মদা চৌধুরী @
**********যদি ভালোবাসো*********
**********(পর্ব-২৪)*********
***********(অবহেলিত প্রেম)***************
@@@@ নর্মদা চৌধুরী @@@@@@
যদি ভালোবাসো প্রিয়তমা!
আমি অন্ধকার ভেদ করে এনে দেব দিগন্ত বিস্তৃত সূর্যালোক;
যে আলোয় স্নান করে তুমি হয়ে উঠবে কখনো পরিপূর্ণ মানবী …….
আবার কখনো দেবী।
পূজার মন্ত্রের গাম্ভীর্য ঢেউ তুলবে অসীম সাগরে,
কল্লোল মুখরিত শব্দে আমার চঞ্চল হৃদয় হয়ে উঠবে খরোস্রোতা নদী।
সহস্র বছরের সাধনায় মগ্ন হবে !!
আমার অচেনা আমি।
যদি পারো ,
একজীবনে এত প্রেম ঢেলে দাও
যেন জন্মান্তরে ফিরে আসে আমার মানব স্বত্ত্বা।
প্রতিবার প্রার্থনার শেষ যেন তোমাতেই হয় নিঃশর্ত সমর্পণ।
হাজার বছরের মোহের চাদরে মোড়া থাক আমাদের আগামীর স্বপ্ন;
উন্মাদনায় উন্মুক্ত আকাশ ছুঁয়ে থাকবে তোমার চোখ!
তোমার চিবুকে আঁকা থাকবে আমাদের অসমাপ্ত একটা প্রেমের উপন্যাস।
যদি ভালোবাসো তবে বিরহের কবিতা লিখবো বেদনার অশ্রুতে,
পরের জন্মের অপেক্ষায় কাটিয়ে দেব আস্ত একটা বাস্তবিক জীবন!
বাস্তবের মাটি ছুঁয়ে থাকবে কাল্পনিক জীবন যাপন।
তবুও কখনো বসন্তের হবে না সমাপ্ত এই অগোছালো জীবনে।