হিসেবি মন ✍©ডরোথী দাশ বিশ্বাস
হিসেবি মন
✍©ডরোথী দাশ বিশ্বাস
দু’হাত ভরে কিছু পাবার আশায়
বেলা দশটায় ঘুম থেকে ওঠা হিসেবি মন
একদিন
একবারে দুই প্রস্থ পোশাক পরে
ভোরের আলোকেও বেশ গুছিয়ে নিয়ে
কিংসাহেবের ঘাটে এনে ফেলে
তারপর
একবার নাতিদীর্ঘ এলো চুলে
শতরঞ্চি পেতে সূর্যপ্রণাম সারে।
আর একবার পনিটেল বেঁধে পদ্মসাধনা
শীতের বিশীর্ণ করলা সব দেখে নিশ্চুপ বয়ে চলে,
সবুজ তরুলতা কুয়াশায় মুখ ঢাকতে চায়,
নিষ্পাপ প্রকৃতির সাথে
চনমনে শরীরের বিভঙ্গ ধরা দেয় ভিডিওগ্রাফিতে।
✍©ডরোথী দাশ বিশ্বাস