একি অস্ত্র কেন ! ✒️✒️ গীতশ্রী সিনহা
একি অস্ত্র কেন !
গীতশ্রী সিনহা
গোধূলির রংমহলে হেডফোনে তোমার সুর…
তোমার যখন ঋতু পরিবর্তন ! আমার তখন মল মাস…
উন্মত্ত ক্রুদ্ধলোভ ঠোঁটে অলৌকিক আগুন মাখায়
উল্টানো ছেঁড়া ছাতা উঁকি দেয় বন্ধ্যা আয়নার প্রতিবিম্ব সাজে…
চোরের মুখে মধু গুঁজে গৃহস্থকে দংশন !
ফুটেজ খাইয়ে পোর্টফোলিও আপডেটের আঁতলামির ভড়ং…
ঠিক সেই সময়, গাম্ভীর্যের মুখোশ মাস্কের অন্তরালে !
বাজ পড়া গাছ ক্রীতদাসের মতো বন্ধক থাকে আত্মার কুচো টুকরোয়।
আর তখনই, সম্পর্কের ছায়া জাবর কাটে পোড়া রুটির ভাঁজে…
ছাই চাপা আঁচে বস্তির… না না বসতির হাইটেক গেম দাপাদাপি করে…
নুয়ে পড়া সময়ে ফাটা ডিম পাড়ছে বিশৃঙ্খল অরণ্য !
দাঁড়ান, দাঁড়ান ! জেনারেশনের গায়ে ধুলো ছড়াবেন না প্লিজ !
অজুহাত সরিয়ে, আসল হাত চাই-ই…হুম জ্যান্ত হাত !
খুচরো পয়সার মতো ছড়িয়ে আছে বেহিসেবী খেলা…
যেমন ধরুন না, না পৌঁছেই ফেরার গল্প ফাঁদি !
শকুনির তান্ডব আলপিনের মতো নীল রক্ত চেটে খাচ্ছে…
প্রতিবাদ চাই… শব্দহীনতার গায়ে ঝলসে ওঠে রক্তমাখা অস্ত্র…