#আমি_পথ ✒️✒️ কলমে সোমা কোলে

#আমি_পথ

কলমে সোমা কোলে

দুপাশের সবুজের বুক চিরে যখন আমার জন্ম হয়..
ঠিক তখনই প্রকৃতি কেঁদেছিলো।
আমি কাঁদিনি..কারণ..কাঁদা টা আমায় নাকি মানায় না।
আমি পথ।
সয়ে যাওয়া আর বয়ে যাওয়া,
এটাই আমার নিয়তি।
আদি অনন্ত কাল ধরে আমি সেই এক এবং অবিচল হয়ে রয়েই গেয়েছি।
জানি ভবিষ্যতেও থেকে যাবো।

তবুও কখনও কখনও আমার মসৃনতা, আমার এক ধারায় থেকে যাওয়ার অনেক অতল গভীরে একটা অন্য আমি আছে।
যেখানে ভোঁতা অনুভূতি আর সূক্ষ্ম অনুভূতির তফাৎ চলে প্রতিনিয়ত।

আচ্ছা কখনও কি কেউ আমার কথা ভাবো!
অথবা কেউ কি বোঝো আমার নীরবতার ভাষা!
জানো আমার বুকের উপর দিয়ে যখন কোনো প্রেমিক যুগল হেঁটে যায়….
আমি… আমিও যেন তাদের সঙ্গে মেতে উঠি একান্ত আলাপে,
অথবা স্বপ্ন দেখি একটা অনাগত আগামীর।
যাতে থাকে শুধুই ভালোবাসা।
কিন্তু পরক্ষনেই আবার ফিরে আসি বাস্তবে ,
যখন ব্যর্থ মানুষের পায়ের ছাপ পড়ে।
তার না পাওয়া,তার কান্নার অস্ফুট শব্দ,তার দীর্ঘশ্বাস,
সবটুকু অনুভব করি , একাত্ম হই ।
ছুঁয়ে থাকি বিষাদ সিন্ধু।

জানো আমার বুকের উপর যখন নবীন পায়ের ছাপ পড়ে,
তখন আমিও যেন হঠাৎ করেই সজীব সতেজ হয়ে উঠি।
মনে হয় যেন আমিও ওদের মতো সব অসম্ভবের অসঙ্গতকে মিলিয়ে দেব।
যা কিছু অধরা তাকে এক তুড়িতে জয় করে নেব।
কিন্তু ওই যে, আমি থেকে যাই এক এবং অবিচল।

তারপর যখন প্রকৃতির শরীর বেয়ে রাত নামে,
কিছু শাপদের দল শিকারে নামে।
দিনের আলোর মুখোশ খুলে বেরিয়ে আসে ধারালো দাঁত আর হিংস্র নখ।
আমি কষ্ট পাই, ভীষন কষ্ট।
তবুও কিছু বলতে পারি না।
সব হাহাকার সাক্ষরিত হয় আমার বুকে।
আমি বহন করি সময়ের দলিল।
আমি সয়ে যাই, আমি রয়ে যাই।
এক এবং অবিচল হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *