শূন্য ভূমি ✒️✒️ সুনৃতা রায় চৌধুরী

শূন্য ভূমি
সুনৃতা রায় চৌধুরী

বর্ষা চলে গেছে সেই কবে!
শরতও চলে গেল তার সাদা পাল গুটিয়ে
হিম হিম কুয়াশা হেমন্ত এসে গেল
ঝরে পড়ে টুপটাপ হলদে পাতারা
তার ওপরে কাঠবিড়ালী চলে যায়,খসখস শব্দ ওঠে।

এই হেমন্তেও দু’চোখ জুড়ে শ্রাবণ নেমেছিল কাল
কেমন অমোঘ বজ্রপাতে দীর্ণ হলো মনজোড়া আকাশ খানা!
সম্পর্ক যেখানে প্রেমহীন অভ্যাসজনিত
সেখানে তো যখন তখন শ্রাবণের আধিপত্য
শরীরেও এখন হেমন্তের বার্তা
কালো চুলে রূপোর ঝিলিক
তা বলে এমন করে সব শেষ হতে হয়??
চতুর্দিকে কেবল বিবর্ণতা

ঝরে যায় মান অভিমানের দিন
ঝরে যায় ভালোবাসার খুনসুটি
ঝরে যায় বাসরের সুখস্মৃতি
ঝরে যায় মিষ্টি মধুর সম্পর্কগুলো

শরীর জুড়ে হেমন্ত আর চোখ ভরা শ্রাবণের মাঝে
এক শূন্য জমি খাঁ খাঁ করে
সেখানে ফুল ফুটলেও কেউ দেখে না
কেউ তার সৌরভে ছুটে আসে না
শূন্য জনহীন প্রান্তরে জেগে থাকে কাঁটা তারের বেড়া
অলঙ্ঘ্য সীমানা নির্দেশ করে।

কলমে-সুনৃতা রায় চৌধুরী ©

1 thought on “শূন্য ভূমি ✒️✒️ সুনৃতা রায় চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *