কবিতা-অশরীরিকে আহ্বান—- কবি-মল্লিকা চ্যাটার্জী রায়
কবিতা-অশরীরিকে আহ্বান—-
কবি-মল্লিকা চ্যাটার্জী রায়।
আমার নিভৃতে খেলা করো তুমি
তোমার অশরীরি উপস্থিতি বেশ টের পাই আমি।
হওয়ার মতো ছুঁয়ে যাও আমায়,যেখানে সেখানে
যখন তখন,মায়াবিনী-পিশাচিনী।
কখনো তাজা রক্তের গন্ধে,আবার কখনো বাড়তি সুবাসে,
তিলতিল করে কেমন কাছে চলে এসেছ তুমি।
আমিও ছুঁতে চাই তোমায়
দেখতে চাই তোমার নগ্নিকা রূপ, কতো আকাঙ্খা তোমার শরীরে?
বাধ সাধছে প্রকৃতি,সৃষ্টি!
ভেবোনা ভয় পাবো, তোমার লাল চোখ,রক্তমাখা শরীর
লাল!লাল!লাল!
লাল আমার ভীষণ প্রিয় পিশাচিনি!
শুধু তুমি এসো।
কতোটা উপভোগ করো আলতো ছোঁয়ায়,
এসোনা মিলিত হই ঘূর্ণি ঝড়ের মতো,
জড়িয়ে ধরি সরীসৃপের মতো-আষ্টেপৃষ্টে।
ঝরে যাই মেঘ ভাঙার বৃষ্টির মতো।
শরীরের সাথে অশরীরের সহবাস।
রচে যাক কোন দৈববানির অভিশাপ।
ভেঙে যাক সৃষ্টির নিয়ম যতো,
অনিয়ম করি আজ
প্রকৃতির সর্বনাশ।
তবু আমরা মিলিত হবো গভীর রাতের মতো
যেমন করে সন্ধ্যা মেশে নিশীর সাথে,
ভোর মেলে সূর্যের সাথে।
এসোইনা——–একবার।