থমকে দাঁড়ায় সময় ✒️✒️ মৌসুমী মন্ডল
থমকে দাঁড়ায় সময়
মৌসুমী মন্ডল
ভিড়ের মাঝে হঠাৎ তোমাকে দেখে থমকে দাঁড়ালাম।
থমকে গেল সময়।
এতগুলো বছরে একটুও বদলায় নি তোমার মুখের আদল।
শুধু বদলে গেছে ভেতরের সমস্ত পরিকাঠামো।
অপলক দৃষ্টিতে চেয়েছিলে তুমিও।
চিনতে পেরেছিলে কি?
ষোলোর সেই কিশোরীর সাথে মেলাতে পেরেছিলে কি আজকের পড়ন্ত বেলার আমি কে?
ঠিক কতগুলো বছর পরে আজ হঠাৎ দেখা,মনে করে বলতে পারো তুমি?
আমি কিন্তু প্রতিটি মিনিট,সেকেন্ডের হিসাব রেখেছি।
পঞ্চাশটা টা বসন্ত পেরিয়ে ভীষণ ক্লান্ত আজ।
চোখে মুখে বলিরেখা,চুলে রূপালী আভা।
তবুও এক মুহূর্তের জন্য ফিরে গিয়েছিলাম সেই ষোড়শী বেলায়।
কিছু সময়ের জন্য খুঁজে ফিরেছিলাম সেই বছর ষোলোর কিশোরীকে।
পড়তে চেষ্টা করেছিলাম তোমার চোখের ভাষা।
একই ভাবে মিশে গেলে জনতার ভিড়ে।
এ জীবনে আর দেখা হবে কিনা জানি না।
তবুও আবার ও অপেক্ষায় থাকবো সেই মুহূর্তটার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত।