ফি জন্মে শরৎ ✒️✒️ কলমে:মহুয়া ঘোষ
ফি জন্মে শরৎ
কলমে:মহুয়া ঘোষ
ওগো শুনছো,
একটা টাটকা কবিতা লিখতে হবে।
এ যে শরৎ ঋতু গো।
আগমনীর সুর তালে আকাশ বাতাস মুখরিত।
অসুর নিধনকারিণী মা এর সুরলোক থেকে মর্তলোকে পদার্পণ এর শুভক্ষণ আগত প্রায়।
এ সময় কী অলস যাপন মানায়?
যেমনি ভাবা ওমনি রামধনু রঙা কালি
হুড়মুড়িয়ে ঢুকে পড়ে কলমের পেটে ।
আসমানী নীল রং ফুটে ওঠে সাদা পাতার বুকে।
পালকসম হালকা পেঁজা তুলোর ভাসমান ভেলা,
কাশফুলের বালখিল্য হাসি,
শিউলি ফোটা ভোরের মিষ্টি সুবাস আলো,
মহালয়ার স্তোত্রো…
“ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা”,
সকলই যেনো কলমের ডগা থেকে উপছে পড়ে।
ঢাকের বাদ্যিতে দেবী মায়ের আগমন,
বালক বালিকার আনন্দ রূপ ,
কিশোর কিশোরীর উচ্ছাস,
নতুন প্রেমের আভাস,
আপামর বাঙালির উৎসবমুখর চিত্র,
ফুটে ওঠে কালি কলমের সুনিপুন অন্তরঙ্গতায়,
সাদা পাতায়।
সাত রঙে ভরপুর সাদা পাতায় মায়ের গন্ধ,
জন্ম নেয় শরৎ কালীন তাজা কবিতা।
না না,এ কবিতার জন্ম নয়,
কবি চিত্তের পূনর্নবীকরণে
জন্ম নেয় আরো একটি শরৎ ঋতু,কবির মনে
ফিবছর, প্রকৃতির কোলে, আনমনে।