*****আবেগ***** ✍🏻কলমে দেবীকা সেনগুপ্ত
*****আবেগ*****
✍🏻কলমে দেবীকা সেনগুপ্ত
অলস দুপুর, বিষন্নতা ভরপুর ।
সজত্নে মোড়ানো, স্মৃতির আবেশ।
চকচকে মলাটে, বিষন্নতার রেশ।
খোঁজ নেওয়ার মানুষগুলো,
হঠাৎ কোথায় হারিয়ে গেল?
অজানা স্মৃতিগুলো,
মাখছে শুধু সময়ের ধুলো ।।
মনের আবেগ, পায় না বেগ।
গতিহীন , স্মৃতি বিহীন।
জীবন আজ তাই শর্তধীন।।
অজানার স্রোতে ভেসে যায় নিরুপায় ।
তাই হারিয়ে যেন না যায়,
সোনালী এই সময় ।
ভালোবেসো তাঁকে,
যে তোমার খোঁজ নায় ।
চোখের তারায়, একলহমায় ,
প্রানের পরশ বুলিয়ে দায় ,
দূরে থেকেও যে ভালোবাসা হয়,
মন তাই পৌঁছে যায়, সেই ঠিকানায়।
পূর্ণতা যেথা প্রান পায় , মোহনায়,
সঙ্গীতের সেই সুরেলা মূর্ছনায়।।
✍🏻কলমে দেবীকা সেনগুপ্ত
🙏🏻🙏🏻