কবিতা : একটু_উষ্ণতার_জন্য ✒️✒️ কলমে — নীহার_কান্তি_মন্ডল
কবিতা : একটু_উষ্ণতার_জন্য
কলমে — নীহার_কান্তি_মন্ডল
বাবা তার বন্দী আছে জেলে।
ছোট্ট শিশুকে একলা ফেলে —
মা তার জুটিয়েছে বর
অন্য এক মুক্ত পুরুষের সাথে
বেঁধেছে নতুন ঘর।
সকালটা শুরু হয় চায়ের দোকানে
আঁচ জ্বেলে গুলের উনুনে।
উনুনের ধোঁয়া বারো মাস
যেন বন্ধ হয়ে আসে তার শ্বাস।
শীতের সকালের ঘন কুয়াশার মতো
রোজকার সকালটা তমসাবৃত।
তারপর সারাটা দিন ধরে
কাপ ডিস ঘুগনীর প্লেট ধোয়
বাবুদের চা-খাবার পরিবেশন ক’রে
নিজের জন্য দু’বেলা খাদ্য জোটায়।
কাজ শেষে খুচরো পয়সা গুনে গুনে
মুখে তার মৃদু হাসি ফোটে
খুচরোয় মিলে যায় পঞ্চাশ টাকা মোট
কখনও কপালে জোটে
গান্ধীজীর ছবি আঁকা নোট।
হাড়-কাঁপানো এই শীতের রাতে
ঠাঁই তার নির্জন ফুটপাতে।
সঙ্গীও জুটে গেছে তার
জাত-গোত্রহীন পথের কুকুর।
রোজই ফেরার পথে নিয়ম করে
কেক-বিস্কুট কিনে আনে দোসরের তরে।
একটাই চাদরের তলে
কুকুরকে নিয়ে কোলে — রোজ
যেন পরস্পরের কাছে
আশ্রয় ও প্রশ্রয় করে খোঁজ
একটু_উষ্ণতার__জন্য।