অন্তরালে তুমি অনন্যা ★★★ অবহেলিত প্রেম ★★ নর্মদা চৌধুরী ( তুলিকা)@

******অন্তরালে তুমি অনন্যা**********

********(পর্ব-২১)****************

********(অবহেলিত প্রেম)**********

@@@@ নর্মদা চৌধুরী ( তুলিকা)@@@@@

অন্ধকারে গলিপথে হারিয়ে তাদের বাঁচার স্বপ্ন,
তাই
মৃত্যু আঁকড়ে বেঁচে আছে তারা জীবনের স্বাভাবিক নিয়মেই।
রোজ পথ চলতে এরকম কত কত অসহায় চোখে তোমার দৃষ্টি আটকেছে কেই বা তার
হিসেব রাখে!
হয়তো তুমিও সব ভুলে ভালো থাকার অভিনয়ে মত্ত,
সংসারের হাল ধরে দাঁড়িয়ে আছো অতি গোপনে।
সেই যে মেয়েটি অভাবের তাড়নায় বদলেছে স্বভাব ,
অথবা
বদলেছে ভালো থাকার ঠিকানা……….
তার কাছে দুদণ্ড বসেছো কি কখনো!
শুনেছো কি তার অব্যক্ত যন্ত্রনাক্লিষ্ট আর্তনাদ
কান পেতে!
আবেগী দৃষ্টিতে মেপে দেখেছো কি সেখানেও প্রেম ছিল কোন একদিন,
কোন একদিন ছিল হাজার স্বপ্নের ভীড় ক্লান্ত চোখে।
সেই চোখের কোণে আজ কারণে অকারণেই নেমে আসে শ্রাবণের ধারা;

অথবা সেই মেয়েটিকে গোপনে প্রশ্ন করেছিলে কোনদিন!
কেন সে গোলাপের পাপড়ি ছিঁড়ে ফেলে প্রতাড়িত রাজপথে,
সেই যে পথে তার প্রেমিক তার হাত ছেড়েছিল অন্ধকারে……………
আলোয় দেওয়া প্রতিশ্রুতি সে রাখতে পারেনি অবহেলায়।

কানে কানে কেউ কি কখনো বলেছে তোমায়!
পনের দায়ে আধমরা একটা জীবন্ত লাশ আঁকড়ে বেঁচে আছে সেই নিরূপমা,
যার উপমা আজ সংসারের আনাচে কানাচে কান পাতলেই শোনা যায়।
সব নদী সমতলে ছুটে যায় না!
কিছু কিছু খরস্রোতাও হয়,
সেই তার কথা কখনো শুনেছো কি!
যে সমাজের নিয়ম ভাঙ্গায় বদ্ধপরিকর,
তার সাথে দুদণ্ড কথা বলে দেখো!!
সেও মাঝরাতে বালিশ ভিজিয়ে ফেলেছে
তীব্র একাকীত্বের যন্ত্রনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *