কবিতাঃ- সম্মানিত হোক ধ্বজা ✍️ মনোজ ভৌমিক
কবিতাঃ- সম্মানিত হোক ধ্বজা
✍️ মনোজ ভৌমিক
স্বাধীনতা ছুঁয়ে আছে ওই পতাকায়,
আজো ও উড়ছে দেখো নিজ মহিমায়।
রঙের ভাবনা খুঁজি প্রতি জনে জনে,
মহত্ত্ব বোঝে অনেকে বোঝে না তো মানে!
পঁচাত্তরেও দিয়েছি কি রঙেরে সম্মান?
পতাকা উড়ছে আজো নিয়ে অভিমান।
পতাকা উড়িয়ে ঘরে বলো কিবা লাভ?
সময়ে বদলেছে কি ঘৃণ্য সে স্বভাব??
স্বাধীনতা! স্বাধীনতা!! উন্মুক্ত প্রশ্বাস,
সময়ের ভাবনায় কতটা বিশ্বাস?
একমুঠো ভাত চাই, এতটুকু আলো,
একটু মাথার ছাদ পরিধেয় ভালো।
এখনো কোন্দল দেখি, দেখি রাজতন্ত্র!
রাজায় রাজায় চলে শুধু ষড়যন্ত্র!!
সেদিনও এমন ছিল,ছিল বড় দ্বন্দ্ব,
সুযোগে বিদেশী শত্রু ভেঙে ছিল ছন্দ!
পরাধীনতায় বাঁচা ছিল দুর্বিষহ,
স্বাধীনতা হীনতায় লড়াই অহরহ!
অজস্র শহীদী রক্তে প্রাপ্ত স্বাধীনতা,
পতাকার প্রতি রঙ দিচ্ছে সে বারতা।
ত্যাগ,শান্তি,সমৃদ্ধি ও অসীম বিশ্বাস,
পতাকার তিন রঙে রয়েছে আশ্বাস।
ভ্রষ্টাচার ছেয়ে গেছে সময়ের রঙে,
স্বাধীনতা আহত আজ নিত্য নতুন ঢঙে।
পতাকা উড্ডীন হোক ভাবনা বিচারে,
সম্মানিত হোক ধ্বজা সময়ের ঘরে।