মনের কথা-✒️ বাবিয়া মিত্র নন্দী
মনের কথা-
বাবিয়া মিত্র নন্দী
আজকের স্বাধীনতার নামে প্রহসন
না,এবারে আর স্বাধীনতার জন্য উদাত্ত কন্ঠে বলব না আমরা স্বাধীন।যে দেশে সোনার বাঁট লোকানো থাকে।যে দেশ পরকীয়ার নামে চৌর্য্যবৃত্তি করে বেড়ায়।তাঁদের বোধ করি পরাধীন থাকাটাই ভালো ছিল।
কিছু থাক না থাক তখন অন্তত মানুষের মধ্যে একতা ও আন্তরিকতা ছিল।নিজের দেশে বসে সেই দেশ কেই রাঘব বোয়ালের মতন গিলে খেয়ে তারপর পতাকা হাতে স্বাধীনতার স্লো-গান কি অসহ্য কি বেমানান।
এর পরেও আমরা চিৎকার করি ডেমোক্রেসি ডেমোক্রেসি।জনতার ভোট নিয়ে বা চুরি করে জিতে তাঁদের লুটেপুটে খাওয়ার নামই বোধ হয় গণতন্ত্র। তারপর আবার স্বাধীনতা দিবস পালন।
মঞ্চে উঠে পতাকা তোলা ও বক্তৃতা দেওয়ার নাম স্বাধীনতা যদি হয়,তবে আমরা কি করে স্বাধীন? এক সময়” ইষ্ট ইন্ডিয়া কোম্পানি ” মানে ব্রিটিশ সরকার লুটেছিল।
আর আজ আমরা নিজেরাই কিছু স্বার্থান্বেষী ভারতীয়ের পাল্লায় পরে লুন্ঠিত হচ্ছি।পতাকা টা যেন আস্তে আস্তে মাথা নুইয়ে ফেলছে।
আমরা কেউ দেখেও দেখছি না।
একটা না দেখার চশমা এঁটে আছি চোখে।
আর “স্বাধীনতা দিবস” পালন করে চলেছি।