কখন আসবে সে? ✒️✒️ দুলাল কাটারী
কখন আসবে সে?
দুলাল কাটারী
কখন আসবে সে!
আর কত দেরি সেই আকাঙ্ক্ষিত বিজয়ের দেখা পেতে! কম্পিত হস্তে,ক্ষীণ দৃষ্টিতে বৃদ্ধ কবি আজও লিখে চলেছেন
নবীনের কথা, নবজীবনের কথা, নবজাগরণের কথা… নব বিজয়ের কথা …
কখন আসবে সেই বিজয়!
কখন আসবে সে!
যে বিজয়ের জন্য লড়াইয়ে নেমেছিলেন
গান্ধি হো চি নেতাজী মেন্ডেলা মুজিব আর চে,
যে বিজয়ের জন্য লক্ষ লক্ষ মা-ভগিনী আর বীর সন্তানেরা
অসহ নির্যাতনে নিষ্পেষণে সম্ভ্রম ও জীবন হারিয়েছে।
বিজয়ের অর্থ যদি শুধুমাত্র জুলুমের রাজদণ্ডকেই ধরে রাখা বোঝায়,
তবে কী বুঝবো রাষ্ট্র শুধু ক্ষমতা চেয়েছে মানুষকে চায় নাই!!