“জীবনের সুর” নীরা
“জীবনের সুর”
নীরা
জীবনের গান যেন
সুরে সুরে ঝংকার
সুর তাল ছন্দ
যদি থাকে ঠিক তার,
মাঝে মাঝে কোন দিন
হয়ে যায় বেসুরো
তবলাটা বোল তোলে
বাজনাটা স্তব্ধ,
জীবনের প্রতুষে
গান গাও গলা তুলে
সুর বুঝি ঠিক হয়
তাল যে ব্যস্ত,
মাঝ পথে জীবন তো
নানা গান গেয়ে যায়
কোন গান মন পায়
কোনটা বা বাদ যায়,
জীবনের তানপুরা
বড় বেশী সুরে গায়
সেই সুরে তাল দিতে
নিয়ম টা মানতে হয়,
জীবনের গোধূলিতে
গান গুলি মিঠে হয়
রেওয়াজের অভ্যাসে
সুর সব ঠিক হয়,
জীবনের শেষ রাতে
গলা যেন বুজে আসে
ভায়োলিনে সুর তোল
তবলাটা ফেঁসে গেছে…
নীরা