লজ্জিত সহমৃতা ****(পর্ব-১৬)*** অবহেলিত প্রেম *** কলমে নর্মদা চৌধুরী (তুলিকা)
******লজ্জিত সহমৃতা*********
*******(পর্ব-১৬)*********
********অবহেলিত প্রেম**********
কলমে নর্মদা চৌধুরী (তুলিকা)
অর্ধদগ্ধ শরীরে বাঁচার ইচ্ছেরা তখনো আছে জীবিত…….
সে তখন নারী হওয়ার আক্ষেপ বুকে নিয়ে জোড়হস্তে প্রাণভিক্ষা চাইছে একটা ক্ষয়িষ্ণু -মৃতপ্রায় পাষণ্ড সমাজের অগনিত সমাজপতিদের কাছে!
যারা শুধু স্বার্থসিদ্ধিতে সিদ্ধহস্ত।
পাপপূণ্যের বানী আওড়ে অনায়াসে চালিয়ে যাচ্ছে ব্যাভিচার………
ধর্ষণ-হত্যা যেখানে নাম নেয় নীতির!
অবনীতি সেখানে অর্থহীন,
পুড়ে যাওয়া একটা জীবিত অত্যাচারিত শরীরের সতী সাজার সাজা সেই বোঝে!
যে আজো জ্বলছে;
আজো জ্বলছে সেদিনের অন্যায়ের প্রতিশোধ নিতে না পারার যন্ত্রনায়!
প্রতিদিন একটু একটু করে পুড়ে যাওয়া হৃদয়ের প্রতিটি গভীর ক্ষতচিহ্ন বুকে দীর্ঘ কয়েক শতাব্দীর হিসেব না মেলা কষ্টের!
তবুও কি সুন্দর আজও সিংহাসন আগলে চালিয়ে যাচ্ছ অন্যায়ের রাজত্ব।
নিরঙ্কুশ আধিপত্য আর বিজয়ের তোপধ্বনিতে অহংকারী সংগীতের একটানা সুরে আমি দিশেহারা!
অত্যাচারীর শিকলের কাছে পরাস্ত আমার আপন সত্ত্বা।
আমার প্রেম আজ আমাকেই বিদ্রুপ করে!
অথচ সেই বিদ্রুপে জ্বলে পুড়ে ছাই না হয়ে আমি তো হতে পারতাম বিদ্রোহী!
পৌরুষের অহংকারকে দুপায়ে মাড়িয়ে তুমি হতে পারতে প্রকৃত প্রেমিক!
সমর্পণের সাথে প্রেমকে ঠিক মানায় না,
বিদ্রোহীর সাথে তার বোঝাপড়া অনেক দিনের।