সেই দিন লে আজ তক // শাশ্বতী হোসেন
সেই দিন লে আজ তক // শাশ্বতী হোসেন
ই মাটি হামার মাটি
ডিংলা লালের পারা
চঁথড়া ডাঙা- ডহর
উদমা রোদের খরা।
ই মাটি পাথর খনি
খুঁদালে পাথর ফাট্যে
সারাদিন মেয়্যা- মরদ
শুদুটাই মরছি খাট্যে।
হামরা মুখখু আকাট
জানছি কী আর অত?
হামদের লিদান দশা
ফুটানি তুদের কত!
ই মাটি হামার মাটি
হামরা থাকব্য ভুখে?
ভুল্যে যা সেই জমানা
দাঁড়াব্য সবাই রুখ্যে।
হামদের সব কাড়্যেছিস
কত আর শুষ্যে লিবি!
হায় রে দেশ্যের লেতা
দেশটঅ বিক্যেই দিবি।
মরদের বেটা মরদ
হস তো বিচার লিব্য,
লয় তো প্যাঁয়তাড়ামি
একদম ঘুচায় দিব’অ।
হামদের দিন ঘুইরব্যেক
লাহ্য অধিকারে,
সূইয্য আনব্য আবার
লম্বা রাত’ট্য ফাঁড়্যে।