গলাজল ✒️✒️ শৈবাল সরকার
গলাজল
শৈবাল সরকার
মেঘমালা শুষে নেয় বিরাট আকাশ,
আকুল অজানায় নীলগহ্বর-
অযাচিত দুঃখের প্রলেপ যন্ত্রনার ইতিহাস।
ছিনিয়ে নিয়ে যাচ্ছো ভবিষ্যৎ,
খুলে দিচ্ছো নিরাপত্তার পাঁক কুণ্ডলী।
মুমুর্ষ দিনের গোধূলি কেঁদে মরে অসহায়,
যে প্রণালী উচ্চারণে বিপদগামী হবেই আগামী।
দায় এড়ানো কথার বুলি ভেঙ্গে দিচ্ছো তন্ত্র মন্ডল,
বজ্রপাতের মত নিশানা করে রেখেছো জনতার কপাল।
ভাগ্যলিপির কার্পন্য দেখে হেসে মরে বিধাতা,
ঘটি বাটি বেচে দিলে সস্তা ধরে।
রাজার ভাগে ঘিয়ের বাটি,
লুটে খায় জনতার ধন।
দেশ নাকি ভিন্ন প্রগতি,
উন্নয়নের ঠেলায় গলাজল।
ডুবতে ডুবতে ভাবতে থাকি,
ডুবতে আর কত বাকি?