চোখের কোণে শতঝর্ণা****অবহেলিত প্রেম
********চোখের কোণে শতঝর্ণা***********
******অবহেলিত প্রেম***********
(পর্ব-১৫)
ভালোবাসতে জানলে নদীও বদলে নেয় গতিপথ,
আকাশের নীল রঙে তখন রক্তিম আভা;
পাখির ঠোঁটে প্রেমপত্র,
সবুজ বনানী ঢেকে যায় রাঙা পলাশে।
যদি তুমি সত্যিই পারো সত্যিকার প্রেমিক হতে!
তাহলে স্বপ্নেরা মেলবে পাখনা সাতরঙা ওই মেঘে।
হাসতে হাসতে যদি পারো বলতে!
জীবনে অন্তত একটিবার!
ভালোবাসি জীবন শুধুই তোমায়।
আমার যা কিছু আছে সঞ্চয় সে প্রেম হোক অথবা হোক আবর্জনা!
কথার মাঝে কথা কেটে বিরক্তিকর অর্থহীন কোন কথা;
তবুও সব সমর্পণে……..
আলিঙ্গনে মৃত্যু চুম্বন দিয়ে যায় বার বার,
তোমার যা কিছু আছে পাওনা , অথবা যদি থাকে বাকি!
সে কাজে দেবোনা ফাঁকি,
ভালোবাসার হিসেব নেবে হয়তো কেউ মুগ্ধ চোখে!
তবুও আমি বলবো সেদিন সত্যি করেই ভালোবাসি।
আমার আকাশটাও মাঝে মাঝে ঢেকে যায় বারুদের অন্ধকারে,
প্রতিবার যুদ্ধশেষে প্রতিশ্রুতিবদ্ধ হাত!
সেই হাতে হাতিয়ার বড্ডো বেমানান,
গোলাপ মেলে ধরার পূর্বে যদি নতমস্তকে বলা যেত!
শুধুই ভালোবাসি!
তাহলে পরাজিত হৃদয়ে পুলকিত ঢেউ খেলে যেত জয়ের।
কলমে নর্মদা চৌধুরী (তুলিকা)