কবিতাঃ-হারিয়ে ফেলেছি হুঁশ ✍️ মনোজ ভৌমিক

কবিতাঃ-হারিয়ে ফেলেছি হুঁশ
✍️ মনোজ ভৌমিক

সুখের পৃথিবী হারিয়ে ফেলেছি
দুঃখ হৃদয়ে জমা,
কেমন করে বলো বাঁচবে মানুষ
করবে কাহারে ক্ষমা!

সবুজ ছিল সে পুরানো পৃথিবী
ছিল না হিংসা-দ্বেষ,
দেখছি আজকে শুধুই বিয়োগ
অসময়ে প্রাণ শেষ!

বারুদে বারুদে ভরছে এ জমি
বিলুপ্ত বনসৃজন,
সাগরের জলেও বিষের বাষ্প
মরছে জল-জীবন!

গাছ কেটে কেটে গড়ছি নগর
কল-কারখানা শত!
উন্নয়নের কালো ধোঁয়া ছড়িয়ে
প্রদূষণে হচ্ছি হত!

ভয় পায় পাখি উড়তে সুনীলে
ধোঁয়ায় ভরা আকাশ,
শ্বাস নিতে গিয়ে মানুষ আজকে
ফেলে দেখি দীর্ঘশ্বাস!

বিষ ছড়িয়েছে আকাশে বাতাসে
প্লাস্টিকে ভরা এ মাটি,
পেস্টিসাইডে ফলছে ফসল
বাঁচা নয় পরিপাটি।

মারী আর মড়ক যখনতখন
সুনামি ও ভূমিকম্প,
পারমাণবিক-জৈবিক ব্যোমের
চারিদিকে লম্ফঝম্প।

বাঁচার রসদ ফুরিয়েই গেছে
মরে মরে বাঁচে মানুষ,
উষ্ণায়ণের বাড়ছে প্রভাব
হারিয়ে ফেলেছি হুঁশ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *