শিরোনাম: সবুজ পৃথিবী কলমে: : ঊর্মি পান্ডা
শিরোনাম: সবুজ পৃথিবী
কলমে: : ঊর্মি পান্ডা
ফ্লাইওভারের নীচের সেই ঝাঁকড়া চুলের বাচ্চাটাকে, হাতছানি দিয়ে কাছে ডেকে বলি,
“তুই কি জানিস, কতো কবি, কতো লেখক, তোদের কথা ভাবে ?তোদের কথা লেখে?
কতো শিল্পী, তোদের কষ্টের ছবি ফুটিয়ে তোলে তাদের ক্যানভাসে?
কতো নেতা তোদের হয়ে ভাষণ দেয়?
কতো লোক তোদের জন্য লড়াই করে?
জানিস সে সব কথা?”
সে একবার উত্তরে, একবার দক্ষিনে, ঘাড় ঘুরিয়ে মাথা নেড়ে বললো,
“না তো, জানি না তো।”
আমি বললাম ,তারা সবাই মিলে ঠিক করেছে, তোদের মুখে একটা স্লোগান তুলে দেবে।
“জানিস, কি সেই স্লোগান?” শোন তবে।
এই সমাজের ,সবার দায়,
কোনো শিশু যেন ভিক্ষা না চায়।
তোমার ,আমার ,সবার দায়,
কোনো শিশু যেন ভিক্ষা না চায়।
সেই স্লোগান ছড়িয়ে পড়বে ,ফ্লাইওভারের নীচের থেকে ,বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রান্তে ,দেশের প্রতিটি কোনায় কোনায়।
তারপর তোদের আর কোন দুঃখ থাকবে না ।তোরা ভালো ভালো জামা কাপড় পরবি,ভালো স্কুলে যাবি ,খেলাধুলো করবি।
সবাইকে সম্মান করতে শিখবি, নিজেদের সম্মান করতে শিখবি।
তখন বুঝতে পারবি ,ভিক্ষে চাওয়া টা খুব লজ্জার।
একটা গোটা সবুজ পৃথিবী হবে তোদের জন্য।
সে চোখ গোল গোল করে ,দাঁত দিয়ে হাতের নখ কাটতে কাটতে, আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো,
“কবে? কবে হবে এইসব?”
আমি একবার উত্তরে একবার দক্ষিনে ঘাড় ঘুরিয়ে, মাথা নেড়ে বললাম,
“জানিনা রে ,কবে হবে এইসব।”