(((( প্রতিদান ))))) ~প্রিন্স মাহমুদ
(((( প্রতিদান )))))
~প্রিন্স মাহমুদ
বর্ষার পোয়াতি মেঘ দেখেছিস, নিরুবালা?
প্রসব ব্যাথার যন্ত্রণা সইতে গিয়ে-
কিভাবে ওরা দাঁত কামড়ে আছে?
তোর অবহেলার পোয়াতি যন্ত্রণায়
আমিও দাঁতটা কামড়ে আছিরে…
গুরু বলেছিল —
“গুছিয়ে রাখতে যেওনা, ফেলে রাখো;
পড়ে থাকুক অনাদরে-
গুছিয়ে রাখতে গেলেই, বেড়ে যায় দাম।
কখনো কখনো শার্টের চেয়ে- বড় হয় বোতাম।”
গুরু তোমায় জানাই প্রণাম……
নিরুবালা….
গুরুর কথা মানিনিতো আমি,
শুধু তোকেই ভালোবেসে;
এই কি দিলি তার-
প্রতিদান….??
[একটি ” নিরুবালা” সিরিজের কবিতা]