💦🌿 কাঁটাতার 🌿💦 — ছন্দা
💦🌿 কাঁটাতার 🌿💦
— ছন্দা
মাঝখানে আছে কাঁটাতার বিভাজন
তুমি আমি এক হই শুভ দৃষ্টিতে,
বিভাজিত নদীজল মানে না বারণ
মিলেমিশে একাকার প্রবল বৃষ্টিতে।
ক্ষত বিক্ষত হয়ে ঝরুক না রক্ত
ছোঁয়া যাবে ঠিক হাতটা বাড়ালে,
কাঁটার আঘাতে মন হয় না বিভক্ত
সুদৃঢ় হবে আরো রক্তে রাঙালে।
উড়ন্ত পাখির ডানা সীমানা মানে না
আকাশটা ছুঁয়ে যায় দিগন্ত পেরিয়ে,
মন খুঁজে নেয় কাঙ্খিত মনের ঠিকানা
সীমান্তের সব বাধা ভেঙেচুরে দিয়ে।
—– ছন্দা