***একাকী শালিখ*** মধুমিতা ধর
***একাকী শালিখ***
মধুমিতা ধর
এবার চল, আমাদের সুখ-দুঃখের মুহূর্ত গুলোকে বস্তাবন্দী করে নোঙর করে আসি সমুদ্রের তীরে।
সমুদ্র যদি চায় নিয়ে যাক্ সব-
আর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় যদি কিছু ফিরিয়ে দিতে চায়
তখন না হয় আবার কুড়াব কিছু সুখ।
যত্ন করে বেঁধে নেব আঁচলের খুঁটে।
এবার তবে যাওয়া যাক্ অমানিশা পথে,জোনাকির আলো ধরে ধরে…..
একান্ত ক্লান্ত হলে বসব আলোর তাবু খাটিয়ে।
সারা শরীরে মেখে নেব অঝোর জোছনা….
এত কলঙ্কের দাগ নিয়েও চাঁদ কি কখনো মুখ ঢাকে বল,
চাঁদের জৌলুস কি কমে এতটুকু!
ঐ চাঁদ মুখে চুমু খাবে বলেই তো হামলে পড়ে সৌখিন মেঘ
এস, আরও একবার আমরা মুখোমুখি বসি…..
ওগো নির্জন পিয়াসী, তুমি শুধু একা নও-
পাখীদের জটলায় আমিও একাকী শালিখ।।
মধুমিতা ধর।