দৃষ্টিতে আকাশ ছুঁয়েছি***(অবহেলিত প্রেম)*** (পর্ব-১২) ✍️✍️ নর্মদা চৌধুরী (তুলিকা)

*******দৃষ্টিতে আকাশ ছুঁয়েছি*********

********(অবহেলিত প্রেম)************
(পর্ব-১২)

✍️✍️✍️✍️✍️✍️ নর্মদা চৌধুরী (তুলিকা)

তোমার দুচোখে এ কোন অববাহিকা!
প্রাণপণে সাজিয়ে নেওয়া সংসারের নিখাদ মানচিত্র।
আমার গল্পে প্রতারিত সময় আর সময়ের আলিঙ্গনে আমরা দুজন স্বাধীন মানুষ;
হেঁটে চলেছি সমান্তরাল জীবনের পথে……….
জ্যামিতিক হিসেবে কোনদিন একত্রিত হবে না সে পথ!
সেই পথেই ,
পথের ধারে তোমার দৃষ্টিতে অকল্পনীয় ভালোবাসা।
ছুঁয়ে দেখায় যে প্রেম পাবে স্বীকৃতি!
সেই প্রেম আমাদের কাছে অপ্রাসঙ্গিক।

প্রিয়তমা!
অনুভবে তুমিময় হয়ে বেঁচে থাকার পুলক
আমার সারা আকাশ জুড়ে।
ডানা মেললেই যে আকাশ ছুঁতে পারে অনায়াসেই,
সেও আজ পরাধীন কোন প্রেমিকার হাতে হাত রেখে।
অথচ দেখো!
আষ্টেপৃষ্ঠে সংসার যাকে বেঁধেছে!
সেও অবলীলায় উড়িয়ে দেয় স্বাধীনতার পতাকা।
সার্বভৌম সম্পর্কের মাঝে এভাবেই………
বেঁচে থাকে তারা,
হেঁটে চলে জীবনের অন্তহীন পথ…………
শেষের শুরু আর শুরুর শেষ দিকে চেয়ে।
সীমান্তের প্রহরী তখন‌ও গভীর ঘুমে;
কয়েকটি স্বাধীন আলোকবর্ষ চুরি করে হেঁটে চলেছে প্রেমের তরঙ্গ পথে………
মৃত্যু ছুঁয়ে গেছে বহুবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *