🔷শিরোনাম-একটুকরো আলো 🔷কলমে-ছবি সিনহা বসু
🔷শিরোনাম-একটুকরো আলো
🔷কলমে-ছবি সিনহা বসু
হৃদয়ের অগুনিত অলিগলি পেরিয়ে তোমাকে জড়িয়ে আছি একইভাবে আজও ! ধূলি ধুসরিত এই জগতের আকীর্ণ ছায়া আমাকে গ্রাস করতে পারেনি পুরোপুরি।
তোমাকে চাওয়ার অদম্য প্রয়াসে অনেক গুলো বসন্তের আঘ্রাণ শরীরে মেখে এখনো সজীব আমি। আর তুমি যাপিত সময়ের গতিপথে বিলীন হয়েছো বহুদিন হোলো।
তোমার জীবন জুড়ে হয়তো বা মৌনতার অভিমান লিখছে কোনো কাব্য আর আমার মনের অন্তপুরে শুধুই ভাঙনের শব্দ !
হয়তো একদিন বর্ষার বারিধারায় ধুয়ে যাবে আমার সমস্ত মলিনতা সেই আশায় বাঁচিয়ে রেখেছি নিজেকে ঠিক ঐ জোনাকির মতো যা আঁধারের বুকে একটু হলেও আলোর রোশনাই এনে দেয়। নগর জুড়ে থাক কৃষ্ণচূড়া আর আমার হৃদয়ে তুমি শুধু তুমি।
Lekha o chobi 2 too apurba