আর কতোদিন 🌼🌼 অদিতি পাল
আর কতোদিন
অদিতি পাল
😒😒😒😒😒😒😒😒
মনে পড়ে দুখজাগানিয়া
সেই মাটি ভাগ
সেই কাঁটাতারের বেড়া
সেই গভীর ক্ষতর মতো কাটা দাগ
বুকের ভেতর দুমড়ে-মুচড়ে ওঠে যে কান্না
যে কান্না আমার বাবার কাকার
যে কান্না আমার অসহায় ফেলে আসা
সেই জড়বুদ্ধি যুবতি বোনের
যে কান্না সেই অবক্ষয়িত সমাজের
যেখানে রাজাকারদের হাতে
দলে-পিষে শেষ হয়ে গেল সে
যে কান্না কেউ কে–উ শুনল না
সে কান্না সে রক্তে সেই চোখের জলে
আজও ভিজে আমার হৃদয়
বারে বারে উথাল-পাতাল হই
বারে বারে রক্তাক্ত হয় এ মস্তিষ্ক
আর অসহায় নীরব হাহাকারে
দু-হাত মুষ্ঠিবদ্ধ হয়
কখনো বা আকাশ-পাতাল খুঁড়ে
কি যেন খুঁজে ফিরি
কি যেন খুঁজি মহাকালের খাতায়
তবু দেখো
কোথাও কি কিছু কম পড়ে!
আজও আসে তেমনি স্নিগ্ধ সকাল
মেঠোপথে বেজে ওঠে সুর
মোহনীয়া সন্ধ্যা বাঁশীতে ডাকে
গভীর রাতে দরবারী কানাড়া
বক্ষবীণায় মীড় তোলে
আমরা কেউ চাঁদে যাই
কেউ সূর্যে চিঠি পাঠাই
অনন্তের উদ্দেশে মহাকাশ যান পাঠাই কেউ
হাতে হাত ধরে
এগিয়ে চলার সুর তোলে কেউবা
শুধু আমার হৃদয়-অলিন্দে
জমাট কান্নার মতো পড়ে থাকে
আমার বোনের ছিন্নভিন্ন শরীর
আমার স্বদেশবাসীর রক্তাক্ত মৃতদেহ
আর শুনতে পাই
জল্লাদের বিভৎস উল্লাস।
হে ঈশ্বর, আর কতদিন এই কাঁটাতারের বেড়া!