আলেয়া 🌸🌸 রত্না রায়
আলেয়া
রত্না রায়
পাঁচমাথা মোড়ের আলো ঝলমলে মস্ত প্রাসাদটায় পৌঁছতে সরু গলির রাস্তাটা ছাড়া ঊপায় নেই।
শ্মশানের নিঃস্তব্ধতায় কুপি জ্বালিয়ে রাখা একলা পথিক।
সাধন মার্গের বিভিন্ন ধারার প্রয়োগে
নিষ্পেশিত নিঃশেষিত।
তবু ছুঁতে চায় আলো ঝলমলে বিশাল কণা।
কি নিদারুণ সেই চাওয়া।
আধলা ইঁটে বুড়ো আঙুলের মাথা থেকে
উপড়ে গেছে পুরো নখটা।
রক্তের সরু কালো ধারা শুকিয়ে ছাপ ছেড়ে যায়।
কি যেন বলেছিলো স্টেশনের পাগলীটা…
এক খাবলা ধূলো চেপে ধরো।
ঘড়িটাতে সওয়ার হয়ে ছুটে চলে মহাজাগতিক কণা
সময় নেই… সময় নেই….
হোঁচট খেতে খেতে গলিটা
আঁকাবাঁকা বেগবতী স্রোতস্বিনী।
অনবরত বিশাল ফণা ছোবল মারে
ছিনিয়ে নিতে শেষ অবলম্বনটুকু।
নিঃস্ব নিঃসঙ্গ নিরালম্ব ইচ্ছা একটুকু।
এগিয়ে যেতে থাকে নিরালা পথে সম্পূর্ণ নিঃশব্দে।