শোক সভা ***** হিমাদ্রি সাহা
শোক সভা
হিমাদ্রি সাহা
যদি সম্ভব হয় বিরত থেকো
মৃত্যু পরবর্তী সমস্ত আয়োজন থেকে।
বরং স্মরণ করে চলে যেও
আমার মরা অশ্রু নদীর নাভিমূলে।
ফিরে এসে সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে
কিছু মুহূর্ত নীরব অপচয়ে ডুবে যেও।
জানি সব কিছুর মীমাংসা হয় না
তবুও তো থেকে গেল
শোকার্ত আয়ত চোখ জুড়ে
আড়ালহীন কান্নার বিশুদ্ধ আর্তনাদ।
ভাবলেশহীন পৃথিবীর জল একটু নড়ে উঠুক —-
আড়ালে তো কি হয়েছে অকপট তো বটেই।
হিমাদ্রি সাহা