স্বাক্ষর হওয়া বৃক্ষের সন্ধানে —- কলমে পিন্টু —
স্বাক্ষর হওয়া বৃক্ষের সন্ধানে
কলমে পিন্টু
————————————-
এই যে এত বৃক্ষ
এখনো কিছুটা বেঁচে ,
যদি প্রতি বৃক্ষের প্রতিটি শাখায় —
ঝুলে থাকত কলম ,
এই যে এত সবুজ ঘাস
প্রতিটি ডগায়– যদি ফুটে উঠতো একটি করে পেন্সিল
তবে —–
প্রগতীর সাথে ফুলের হাত ধরে এগিয়ে যেত নির্মল পথ
সহজ সুন্দর হত আমার বাস !
বাঁকা পথে আমার গন্তব্য অস্থায়ী …………
মূর্খ অস্বাক্ষর মানুষ গুলো সামনে দাঁড়ালে
দিস্তা কাগজে আঙুলের ছাপে
হয়েছে কত রাজা ,
ফল ভাগাভাগি নিয়ে ছড়িয়েছে হিংসা
রক্ত দিয়ে আঁকা হয়ছে মাটির সীমানা !
দূরে কিছু জনের দল , চিৎকার , কোলাহল
স্বাক্ষরহীন কাগজে মিথ্যেকে সত্য বলার প্রচন্ড শব্দ
শিক্ষিতের বাহবা ,, ঠিক ,,ঠিক ,,ঠিক ,,,,,,,
কোন্ সন্ধ্যায় ওরা বিক্রি হয়েছে ,,,,
লাঙলের ফাল আর কাস্তের শানিত ধার
চিরকাল বন্ধুর্তের বন্ধন
ওরা যখন বিঁধবে
দেখে নিও ,, ওরাও রক্ত দিয়ে স্বাক্ষর করাতে জানে …..
রাজপথ তৈরী করে অস্বাক্ষর
রাজপ্রাসাদ নির্মাণ করে অক্ষরহীন
তোমার দেশ আমার দেশের সেতু নির্মাণ করে বর্ন হীন
মন্দির মসজিদ গির্জা নির্মাণ করে অ-বর্নমালার কতকগুলো ধর্মহীন অক্ষর !
প্রয়োজনের তাগিদে , নিজের স্বার্থে
এই সব কিছুর সাথে লড়াইটা বাঁধিয়ে দেয় স্বাক্ষর !
আমি , প্রকৃত স্বাক্ষর হওয়া এক বৃক্ষের সন্ধান করি
আমি স্বাক্ষর হতে চাই ,,
প্রগতির সাথে ফুলের হাত ধরে এগিয়ে যাব বাকিটা পথ !
কলমে পিন্টু