শুধু তুমি চেয়েছিলে বলে … ✍©ডরোথী দাশ বিশ্বাস
শুধু তুমি চেয়েছিলে বলে …
✍©ডরোথী দাশ বিশ্বাস
বৈশাখের প্রথমদিন,
সেও যে উৎসবের রঙ নিতে পারে,
ধারণা ছিলো না কখনো।
সেই সন্ধ্যায়
আলো ঝলমলে শহরে
অগুন্তি মানুষের ভিড়ে পায়ে পা মিলিয়ে হেঁটেছি সেদিন
তুমি আর আমি।
দূর থেকে দেখালে তোমার প্রেমাকাঙ্ক্ষিনীকে।
নিমেষে কে যেন শুষে নিলো তোমার মুখের সজীবতা।
বিস্ময়ে দেখি, মাঝবয়সী সেই মহিলাকে।
মুখে চড়া মেকাপ
অধরে ফুটেছিলো গোলাপ।
নীল স্লীভলেস
হাল্কা গোলাপী জর্জেট।
অথচ তোমার তখন পঁচিশ।
চকিতে আমার হাত ধরে টেনে নিয়ে
আলোছায়ার জাদুকরীতে নিজেকে করলে আড়াল।
না, অযথা উৎসাহ দেখাইনি
জানতে চাইনি কিছুই।
“জীবনের একটা নববর্ষ তোমার সাথে কাটাবো”
– শুধু তুমি চেয়েছিলে বলে।
✍©ডরোথী দাশ বিশ্বাস।