সহজাত ……………… সুধন্যা
সহজাত
……………… সুধন্যা
ঠিক কতটা ঝড়ের পরে সামলে থাকা দায়!
ঠিক কতটা যত্ন রাখা অবহেলার পাতে!
ঠিক কতটা ভিজবো বলেই মরুভূমির টানে….
অভিমানের বরফ সরাই সহজ প্রতিঘাতে!
ঠিক কতটা বাঁচলে তবেই মৃত্যু সহনশীল!
ঠিক কতটা রাজনীতি চাই তোমার জেতার দানে!
ঠিক কতটা সমর্পণে যথেষ্ট আলগোছে,
অপেক্ষাকে ভয় দেখাবে স্বাধীনতার মানে!
ঠিক যতটা পুড়ছি আমি এমন বৃষ্টি দিনে. …
শ্মশান খুঁজে ব্রাত্য সাজে হৃদয় চোরা গলি!
এসো স্বজন, থাকো পাশে দুরন্ত দুর্ভোগে. …
এবার থামুক যাওয়া আসা; আর বোলো না “চলি”!!