“সেই দিনটি” — সূর্য ঘোষ
“সেই দিনটি”
— সূর্য ঘোষ
মৃত্যু সামনে এসে দাঁড়ালে
আমার ভীষণ প্রেম পায়। ভীষণ ভীষণ…
আমি চুপি চুপি অন্ধকার সমুদ্রের মাঝখানে গিয়ে দাঁড়াই।
দেখি দূর নক্ষত্র সুন্দরীকে— চাঁপা ফুলের পাপড়ির মতো সে নেমে আসছে।
সারা আকাশগঙ্গায় কোথাও কোনো আলো নেই। কেবল এক
গন্ধর্ব কিন্নরী সারা চরাচরে সুবাস ছড়িয়ে
দুহাত বাড়িয়ে নেমে আসছে।
সমস্ত পৃথিবী চলে গেছে ঘুমের দেশে।
ঘর নেই বাড়ি নেই। পরিবার পরিজন কেউ নেই।
আদিগন্ত জলের উপর মোচার খোলার মতো নশ্বর প্রাণে শুধু
প্রেম নিয়ে বসে আছি।
মৃত্যু সামনে এসে দাঁড়ালে
আমি আবার ঈশ্বরকে ভালোবাসতে শিখি।
চম্পক নগরকন্যা অঙ্গীরা আমাকে তেমনটাই বলেছিল।