—পরিতৃপ্ত আনন্দ— সঞ্জয় কুমার কর্মকার
—পরিতৃপ্ত আনন্দ—
সঞ্জয় কুমার কর্মকার
জীবনের চিহ্নে অনন্ত শক্তির অদম্য উৎসাহগুলো যেন আর নেই।
অন্তর্জগৎ টা যেন সেই একই পথের ধারা, পূর্ণঙ্গ দিশায় দীপ্ত মূর্তির মতন এগিয়ে চলে।
জীবনের লক্ষ্যটা অধঃপাতে গেছে, অনুভূতির আদর্শে কর্মটা যেন এখন শুধু আনন্দের ছায়ামাত্র।
ব্যাঘাতে ভরা ব্যতীত জীবনটাও কতো কল্পনাতীত…
সত্যাসত্য নির্ণয় গুলোও এখন শুধু অবিচারের নামান্তর।
বিপন্ন সময়টা ভীষণ অতর্কিত,
যোদ্ধার মতন শুধু ধৈর্য নিয়ে রয়।
নিরবিচ্ছিন্ন ধ্রুব সত্যের কষ্টগুলো যেন এখন চরম লজ্জায় পরিণত।
বুক বেঁধে বেঁচে থাকার স্পৃহাগুলো এখন কঠিন বাস্তবতায় প্রাণান্ত পরিশ্রম করে যায়।
শাসনের চিত্র, সম্মান অস্মিতার ওপর কেবলই অসহ্য আঘাত।
জীবনের কতোই তো চমক, অধৈর্য্যের মূহুর্তে যেন বিনষ্ট করে দিয়ে যায়।
ইচ্ছা অভীপ্সা গুলোর অন্তরালে শুধুই সংঘাত…
বিশিষ্ট মূহুর্তগুলো পরিতৃপ্ত আনন্দ উৎসবের মতন আক্ষরিক রূপে চলার পথে এখন শুধু প্রেরণা দিয়ে যায়।
দুর্ভাগ্যের ইঙ্গিতে আলোর শ্রীবৃদ্ধি ঘটিয়ে নির্দিষ্ট ছন্দে চারিদিকে উওপ্ত আলো…
শান্ত সৌম্য আবহে উদ্যত অন্ধকার থেকে জীবনটা যেন এখন শুধু মুক্তি পেতে চায়।।